শিলচর ডুবে আছে, বরাক নদীতে আজও ড্রেজিং হল না,শুধু স্বপ্ন দেখানো হল
অমল গুপ্ত,গুয়াহাটি: দক্ষিণ অসমের প্রধান শহর শিলচর আজ ৮দিন বাদেও জলের তলায়। কেন্দ্রীয় জাহাজ ও বন্দর বিভাগের মন্ত্রী সর্বানন্দ সনওয়াল শিলচরে এসে বরাক নদীকে ঘিরে অনেক স্বপনের কথা শুনিয়ে ছিলেন।আজও ড্রেজিং হল না।ড্রেজিং মেশিন বদরপুরের পড়ে আছে । বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের মুখ্য আহবাক প্রদীপ দত্ত রায় টেলিফোনে ক্ষোভের সঙ্গে বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে সরিয়ে সর্বানন্দ কে ফের মুখ্যমন্ত্রীর পদে বসানো হলে কাজ হত ,বরাক বন্যা মুক্ত হত।হিমন্তের সঙ্গে সর্বানন্দ র ঠান্ডা যুদ্ধ চলছে। তাই কাজ হবে না। মুখ্যমন্ত্রী দুদিনের মাথায় আবার শিলচরে বন্যা সমস্যা নিয়ে জেলা ডেপুটি কমিশোনারের সঙ্গে বৈঠক করে পানীয় জল,খাদ্য সামগ্রী ঔষধ এর ক্ষেত্রে কোনভাবে না হয় তা সুনিশ্চিত করতে বলেন। অবিলম্বে বন্যা প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। শিলচরে র বন্যা সমস্যা দেশের দৃষ্টি আকর্ষণ করার জন্যে বিভিন্ন সংগঠন আজ দিল্লীতে যন্তরমন্তরে অবস্থান ধর্মঘট পালন করে। উত্তম দাস মুম্ববাই থেকে দেশ কে জানাতে ব্যানার ধরেছেন।
কোন মন্তব্য নেই