Header Ads

শিলচরে রাবার বোটে বসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভুক্তভুগিদের সঙ্গে সরাসরি কথা বললেন

অমল গুপ্ত:গুয়াহাটি  দু দিনের ব্যবধানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ শনিবার বানভাসি শিলচর  শহরের প্রধান সড়ক  তারাপুর এলাকা রাবার বোটে   সফর করেন।সঙ্গে ছিলেন সাংসদ  রাজদীপ রায়  ,অবহেলিত  এই শহর ৭দিন বাদেও জলের তলায়।সব বাড়ি ঘর এক তলা ডুবে গেছে। শহর বাসীর সৌভাগ্য মুখ্যমন্ত্রীর নৌকা ডুবে যাওয়া বাড়ি গুলোর পাশ  ঘেঁষে  যাওয়ার সময় ভুক্তভোগীরা  সরা সরি মুখ্য মন্ত্রীর কাছে অভাব অভিযোগ জানান।   মুখ্যমন্ত্রী নৌকায় লাইফ জাকেট পড়ে বসে  সব প্রশ্নের জবাব দেন।  একজন ইঞ্জিনিয়রিং কলেজের ছাত্র জলের মধ্যে  হাতে গামছা নিয়ে মুখ্যমন্ত্রীকে  পরাবার আগ্রহ প্রকাশ করলে এন ডি আর এফের দুই জোয়ান  ছাত্রটিকে   সহায়তা  করে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যান।মুখ্য মন্ত্রী আস্বাস দেন  পরের বার এলে এক সঙ্গে বসে  চা খাবো ।ব্যালকনি ও বাড়ির ছাদ থেকে মহিলারা অভিযোগ করেন খাদ্য  জলের বোতল পাননি। সাংসদ  রায় জানান জলের বোতল যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে। এক মহিলা মুখ্যমন্ত্রীর  প্রসংসা করে বলেন আমরা  ভাগ্যবান এত কাছ থেকে দেখা পেলাম। 
। ৮ দিন ধরে শিলচর বাসী ৮,১০ফুট জলের তলায় বরাক নদীর জল নামছে না। বিদ্যুত নেই,পানীয় জল নেই,  মোবাইল  ,ইন্টারনেট সেবা নেই।ঔষধ পত্র নেই। খাদ্য নেই।    লাখ খানেক  মানুষ ঘরে   আটকে পড়ে আছে। জল কবে সরবে।কেউ জানেনা। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কে শিলচর করিমগঞ্জ  দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। শিলচরে এক বোতল জল ৫০০টাকা১ টা মোমবাতি ৫০টাকাতে কালবাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যে ১৪৬সার্কেলে৯০০২ টি গ্রাম ক্ষতি গ্রস্থ হয়েছে ।৩৭টি বাঁধ ভেঙেছে।শতাধিক  মারা গেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.