Header Ads

অসমের বন্যা সমস্যাকে জাতীয় সমস্যা বলে গণ্য করার দাবি আসুর

বন্যার সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করার দাবীতে নগাঁওতে আসুর বিক্ষোভ।
সুনীল রায় নগাঁও ৩০ জুন :- আসামের বন্যা- নদীর ভাঙ্গনের সমাস্যাকে রাষ্ট্রীয় সমাস্যা  হিসাবে ঘোষনা করার দাবীতে আজ সদৌ নগাঁও জেলা ছাত্র সন্থাই নগাঁওতে বিক্ষোভ কার্য্যসূচী রূপাযন‌ করে।নগাঁও জেলা শাসক কার্য্যালয়ের কাছে এই কার্য্যসূচী রূপাযন করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে।ছাত্র সন্থার কর্মী এবং সমর্থক সকলে বন্যার সমস্যাকে রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করা, নদীর ভাঙ্গনের সমস্যা শীঘ্রে সমাধান করা, আসু জিন্দাবাদ এই ধরনের ধ্বনি দিয়ে পরিবেশ উত্তাল করে তুলে। প্রতিবাদ কারী সকলে বানাক্রান্ত লোক সকলকে উপযুক্ত সাহর্য দিতে সরকার কে দাবী জানায়।এই কার্যসূচীতে সদৌ অসম ছাত্র সন্থার কার্যনির্বাহক রন্টু শর্মা, সদৌ নগাঁও জেলা ছাত্র সন্থার সভাপতি গৌরী শংকর শ ইকীয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কংকণ জ্যোতি বরুযা সহ সন্থার বিষযবরীয়া সকলে অংশ গ্ৰহন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.