Header Ads

শিলচরে বন্যা প্রতিরোধে জোড়া তালি দিয়ে কাজ করা হচ্ছে

  বাহারুল ইসলাম  বড়ভূঁইয়া ,শিলচর: সরকার তথা জেলা কাছাড়ের জেলা প্রশাসন এবং কাছাড় জেলার "জলসম্পদ বিভাগ"-র জোড়াতালি দেওয়া কাজের তীব্র প্রতিবাদ জানাই।
এমন পদ্ধতিতে গ্রামের অনেকে তাঁদের নিজেদের পুকুর বা ফিসারিতে প্রকেটশন দিয়ে থাকেন বলে শুনেছি।
আর জলসম্পদ বিভাগ বরাক নদীর জল আটকানোর বাঁশের বেড়া দিয়ে..বস্তা বন্দি রাবিশ মাটি ফেলার নামে ছেলেখেলায় মেতেছে।
জেলা প্রশাসনের উচিত যুদ্ধকালীন তৎপরতায় জেলা সেচ বিভাগ এবং জলসম্পদ বিভাগের যৌথবাহিনী নামিয়ে পাঁচ -ছয় বছর আগের ফেলে রাখা স্লুইচ গেট অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা এবং নিরপেক্ষ ভাবে তদন্ত করে যে বা যাহারা E&D বাঁধ কাটার সঙ্গে জড়িত... তাদেরকে দৃষ্টান্ত মূলক শান্তি প্রাদানের।
সঙ্গে শহর সংলগ্ন বিভিন্ন এলাকার নীচু নদী বাঁধ গুলো জলের উচ্চতা অনুসারে শীঘ্রই সংস্কার/মেরামত করার।।।
না হয় আবারও ভাসবে শিলচর শহর সহ গ্রাম কাছাড়।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.