Header Ads

কালাইন কেয়ার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ



*শনিবার ত্রাণ  বিতরনের কার্য‍্যক্রম কালাইন কেয়ার ফাউন্ডেশনের....* 


*নয়া ঠাহর প্রতিবেদন,বদরপুর:* 
মারাত্মক বন্যায় কবলিত শিলচর শহরে চতুর্থ দিনের জন্য ত্রাণ বিতরনের কাজ চালিয়েছে কালাইনের কেয়ার ফাউন্ডেশন সংস্থা। শনিবার কেয়ার ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে শিলচর শহরের বিভিন্ন এলাকায় মেঘা ড্রাইভ চালানো হয়। 

বিবেকানন্দ রোড, দাস কলোনি, তরুণী রোড, পঞ্চায়েত রোড, ঘনিয়ালা-ইটকলা, শিলচর মেডিক্যাল বাইপাস সংলগ্ন এলাকা, কনকপুর, অম্বিকাপট্টি এই সব এলাকার বন্যায় আক্রান্তদের লোকদের মধ্যে বিশুদ্ধ জল, শুকনো খাবার এবং প্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরন করা হয়েছে। 

কেয়ার ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে সর্বমোট ৬টি দল অংশ নেয় এই মেঘা ড্রাইভে, শহরের বিভিন্ন স্থানে জল কমলেও উপরে উল্লেখিত স্থানে এখনও জল কমছে না, জল বের হওয়ার জন্য পর্যাপ্ত ড্রেন নেই শহরে। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের সাহায্য করা হলেও বিভিন্ন গলির ভেতরে এখনও প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পৌঁছে নি বলে অনেকেই জানিয়েছেন। শিলচর শহরে ২ লক্ষ মানুষ আক্রান্ত তাই প্রশাসনের পক্ষ থেকে সবার সাহায্য করা অনেক কঠিন কাজ বটে। 

NDRF দলের কাছে সীমিত সংখ্যক রাবারের নৌকা থাকার ফলে বাধ্য হয়ে সংস্থার সদস্যরা সাঁতার কেটে বিভিন্ন গলির ভেতরে গিয়ে আক্রান্তদের কাছে সামগ্রী গুলো পৌঁছে দিয়ে আসেন। রাবারের নৌকা পেলে আরও কিছু লোকদের সাহায্য করা যেত, তবে আমাদের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়েও কাজ চালিয়ে যান। এই খবরটি  সংস্থার তরফ থেকে জানান হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.