নাগাঁও জেলাতে১৪জন নাম উজ্জ্বল করলো
১৪জন কৃর্তীমানে উজ্জ্বল করে আনলো নগাঁও।
রামানুজন-কনচেপ্তের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন।
সুনীল রায় নগাঁও ২৭জুন:- সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে নগাঁওতে ১৪জন কৃর্তীমানে আজ ঘোষিত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাতে সাফল্য অর্জন করাতে নগাঁও বাসী উৎফুল্লিত হয়ে পরেছে।আজ ঘোষিত চলতি ২০২২বর্ষের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার কলা, বিজ্ঞান এবং বাণিজ্য শাখার ফলাফলে নগাঁও জেলার মোট ১৪জন শিক্ষার্থীয়ে রাজ্যটির ভিতরে স্থান লাভ করে জেলাটিতে বিরল গৌরব বহন করে এনেছে। ঘোষিত পরীক্ষার ফলাফল অনুযায়ী , নগাঁও শহরের রামানুজন ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের সাতজন, কনসেপ্ট ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের পাঁচজন, গীতাঞ্জলি ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের একজন, এবং ভারতী বিদ্যাপীঠের একজন শিক্ষার্থীয়ে রাজ্যটির ভিতরে স্থান লাভ করে জেলাটির সুনাম বহনকরে এনেছে।এই স্থান লাভ করা কৃর্তীমানছাত্র -ছাত্রী সকলের ভিতরে আছে কলা শাখার চারজন, বিজ্ঞান শাখার আট জন, এবং বাণিজ্য শাখার দুই জন ছাত্র- ছাত্রী আছে।কলা শাখাতে জেলা টির রামানুজন ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের নিয়ল কুর্মীয়ে তৃতীয় স্থান, কনসেপ্ট ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের প্রত্যুষ প্রতীম বরাই পঞ্চম স্থান, রামানুজন ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের উপাসনা বরাই ষষ্ট স্থান এবং একেই শিক্ষানুষ্টানরে মেঘনা বরাই দশম স্থান লাভ করে।আন্যদিকে, বিজ্ঞান শাখাতে কনচেপ্ট ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের সুরজিৎ সূত্রধরে তৃতীয় , কনসেপ্ট ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের ঝত্বিক কুমার সূত এবং রামানুজন ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের এলড্রন কুমার নাথে চতুর্থ স্থান, কনসেপ্ট ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের রোহন শ ইকীয়া পঞ্চম স্থান, রামানুজন ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের বৈভব সোণোযালে সপ্তম স্থান , কনসেপ্ট ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের দেবাশীষ শর্মার উপরেও রামানুজন ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের বিকিরণ নাথ এবং প্রীতম সরকারে নবম স্থান , বাণিজ্য শাখাতে ভারতী বিদ্যাপীঠের চিমরণ সুরানাই অষ্টম স্থান এবং গীতাঞ্জলি ছিনিয়র ছেকেন্ডারী স্কুলের চন্দন বরাই নবম স্থান লাভ করে। জেলা টির সামগ্ৰিক ফলাফলে জনগনের মধ্যে আনন্দের বন্যা ভেসেছে।
কোন মন্তব্য নেই