অসমের শিলচর শহর আজ ১০দিন ধরে ডুবে, এক ফোঁটা জলের জন্যে হাহাকার,অর্ন্তহীন দুর্দশা
অমল গুপ্ত, গুয়াহাটি: অসমের ২২ টি জেলাতে বন্যার জল হ্রাস পাচ্ছে।এখন প্রায় ২লাখ মানুষ ত্রাণ শিবির গুলিতে আছে। ৯৭জন জলে ডুবে মারা গেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বরপেটা বাজালি অঞ্চলে বন্যা দুর্গতদের খবর নিতে গেছেন।ব্যাতিক্রমী চিত্র অসমের বাঙালি প্রধান শহর শিলচর , আজ ১০দিন ধরে এক লাখের বেশি মানুষ ঘর বাড়ির অন্দরে বন্দি হয়ে আছেন। শহরে কোমর জল থেকে হাঁটু জলে নেমেছে।বাজারে নেই মোমবাতি , কেরোসিন তেল বন্ধ ,মাসে ৮০০গ্রাম রেশন দোকানে ,বিদ্যুত নেই, ইন্টারনেট নেই ,মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে না বলে ভুক্ত ভোগীদের অভিযোগ শোনার কেউ নেই। হাজার হাজার গাড়ি মোটর বাইক ১০ দিন জলের তলায় ,জল সড়লে মেকানিক কোথায় পাওয়া যাবে? অন্ধকার শহর কবে জল নামবে।বরাক নদী আজও ২০,৫৫ সেন্টিিমিিতা ওপর দিয়ে বইছে, ১৯এ না নামলে জল সরবে ।তরপর স্লুইস গেট খুলে জল বের করা যাবে। চিত্তরঞ্জন এভিনিিও থেকে সাধন পুরাকাাযস্থ দুর্দশার ছবি তুলে ধরেন।
কোন মন্তব্য নেই