নওগাঁ তে পথ দুর্ঘটনা
নগাঁওতে একেই স্থানে দুটি করে সডক দুর্ঘটনা :৬জন লোক আহত#
সুনীল রায় নগাঁও ২৬জুন :- নগাঁও শহরের সেনচুযাতে গতকাল রাতে এক সডক দুর্ঘটনা সংঘটিত হয়।উক্ত দুর্ঘটনাটিতে ছযজন লোক আহত হয়। জানতে পারা মতে এ এছ ০১জি সি ৩৮৪১ নম্বরের ট্রেভেলার গাড়ীটি গুয়াহাটি হতে যাত্রী নিয়ে নগাঁও শহরের অভিমুখে এসে থাকা অবস্থাতে সেনচুযার কাছে রাস্তার মধ্যে থাকা ডিভাইরডারে খুন্দা মারার ফলেগাডীটি রাস্তার উপরে পরে যায় ।এর পর স্থানীয় একাংশ লোকে নগাঁও যানবাহন পুলিশ কে খবর দেয়।সাথে সাথে নগাঁও যানবাহন পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহযোগে দুর ঘটনাটিতে আহত হ ওয়া ছয়জন যাত্রীকে উদ্ধার করে নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে
ভর্তি করায়।উক্ত উদ্ধার কার্য্য চলতে থাকার সময়ে পিছন দিক হতে এ এছ ০২ এ এইচ ১৪৮৪ নম্বরের একটি ছুইফ গাড়ীয়ে পরে থাকা ট্রেভেলারটিকে খুন্দা মারে যার ফলে পুনর আন্য একটি দুর্ঘটনা সংঘটিত হয়।পরে পুলিশে দুর্ঘটনা সংঘটিত করা দুটি বাহন জব্দ করে নগাঁও সদর থানাতে নিয়ে আসে। পুলিশে দুর্ঘটনা সংঘটিত করা ছুইফ্ট টির চালক জনকে আটক করে যদিও দুর্ঘটনা সংঘটিত করা ট্রেভেলারের চালক জনে পলায়ন করে। দুর্ঘটনাটিতে আহত হ ওয়া ছয়জন যাত্রী হলো - ডবকার শঙ্কর দাস, হোজাইর বিশ্বজিৎ দাস, জুরীযার জালাল উদ্দিন, রাঙলুর আব্দুল হান্নান, ডবকার দিলোয়ার হুসেইন, মোরাঝারের জামিল হুসেইন, ।তারা সকলে সংকটমুক্ত বলে চিকিৎসকে জানতে দেয়।নগাঁও লোক নির্মাণ বিভাগের অধীনে থাকা রাস্তার ডিভাইডারে রিফ্লেকেসন সিগনেল লাইট না লাগানোর জন্য এই দূর্ঘটনা টি সংঘটিত হ ওয়া বলে স্থানীয় জনগণে জানান।উক্ত ডিভাইডাটিতে ইতিমধ্যে প্রায় ১৫টি বাহনদুর্ঘটনা সংঘটিত হ ওয়া বলে নগাঁও যান বাহন পুলিশে সংবাদ মাধ্যমকে জানান।
কোন মন্তব্য নেই