Header Ads

বরপাথারীতে হত্যাকাণ্ড

নগাঁও বরপাঠরীতে হত্যাকান্ড।
বন্ধুয়ে মিলে হত্যা করলো পবনকে।
সুনীল রায় নগাঁও ২৬মে :-নগাঁও সদর পুলিশ থানার অন্তর্গত বরপাঠরী সূতার গাঁত্তে গতকাল রাতে সংঘটিত হয় এক হত্যাকান্ড।আজ সকালে এই হত্যাকান্ডের কথা প্রকাশ্য হ ওয়া তে সমগ্ৰ অঞ্চলব্যাপী তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানতে পারা মতে গাঁত্তটির পবন বরা নামের যুবকজনের মৃতদেহ আজ সকালে‌নিজের বাড়ীতে উদ্ধার হয়।পরিয়ালের লোকে সংবাদ মাধ্যমের কাছে জানানো মতে পবনের বন্ধুরা পবনকে হত্যা করেছে। স্থানীয় সূত্রের মতে গতকাল রাতে পবনে তার বন্ধূর সহিত মিলে তার বাড়ীতে সুরার আড্ডাতে বসেছিল। উল্লেখ্য যে পবন ঘরটিতে একা বসবাস করে। গতকাল রাতে সুরার আড্ডাচলতে থাকা মধ্যে তাদের মধ্যে ঝগরার সূত্র পাত হয়।সুরার আড্ডাচলতে থাকার মধ্যে তাদের মধ্যে ঝগরার সূত্রপাত হয়।সুরার আড্ডাতে বসা এক যুবকে ঝগরা ভেঙ্গে বাড়ীতে চলে যায়।আজ সকালে সেই যূবকজনে পবনের বাড়ীতে এসে পবনের মৃতদেহ বাড়ীর ভিতরে মেজে পরে থাকা প্রত্যক্ষ করে যুবকজনে পবনের পরিয়ালকেখবর দেয়।এই খবর লাভ করার সাথে সাথে পরিবারের লোকের সাথে গাঁত্তবাসীর মধ্যে হাহঁকার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানতে পারা মতে পবনের বন্ধুয়ে পবনকে গলায় গামছা মরিয়ে  হত্যা করে।এই সম্পর্কে স্থানীয় লোকে পুলিশ কে খবর দেওয়ার সাথে সাথে নগাঁও সদর পুলিশে থানা এবং ননৈ পুলিশ ফাঁড়ির  পুলিশে ঘটনাস্থলীতে উপস্থিত হয়ে পবনের মৃতদেহ উদ্ধার করে মরনোত্তর পরীক্ষার জন্য নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে প্রেরন করে। পুলিশে ক্ষীপ্রতারে তদন্ত করে এই ঘটনার সাথে জড়িত তিন জন যুবককে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়। পুলিশে গ্ৰেপ্তার করা যুবক কয়জন হলো ক্রমেপাখিমরীয়া কোটিয়নি চুকর তাইজুদ্দিন আলি(১৮) জোন আলি(২৬)বরপাঠরি গাঁত্তের কেশবানন্দ কেওট(৪০)এই ঘটনার অধিক তথ্য বের করার জন্য নগাঁও পুলিশে এই তিন জন কে মারাথান জিজ্ঞাসা বাদ অব্যাহত রেখেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.