Header Ads

ব্যতিক্রম গোষ্ঠীর মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে ৪জুন থেকে

নয়া ঠাহর ,কলকাতা: ব্যতিক্রম গোষ্ঠীর মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে ৪জুন থেকে। অসমের রাজ্যপাল জগদীশ মুখী  এই অভিযানের সূচনা করবেন। সাংসদ ভুবনেশ্বর কলিতা, ডাক্তার বেদব্রত  পাঠক, এস বি আই জেনারেল   ম্যানেজার  আর এস রমেশ প্রমুখ উপস্থিত থাকবেন রাজ্যের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত  এই অভিযানের  প্রস্তুতি পর্ব নিয়ে প্রতিস্থাপক সভাপতি সৌমেন ভারতীযা,  উপদেষ্টা মনীষা হাজারিকা কাবেরী শর্মা , প্রমুখদের সঙ্গে  বৈঠকে বসেছিলেন। ৪জুন থেকে ৬০দিন ব্যাপী এই অভিযান চলবে।এর আগে "নো হর্ন প্লিজ"অভিযান শুরু করে সফলতা পেয়েছিল।  শব্দ দূষণ নিয়ে মানুষের মধ্যে  সচেনতা গড়ে উঠেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.