Header Ads

বটদ্রাবা অগ্নি সংযোগ ঘটনায় আরো দুজন গ্রেফতার

বটদ্রবা পুলিশ থানাতে অগ্নিসংযোগ করার সাথে জড়িত আন্য দুই জন গ্ৰেপ্তার।
সুনীল রায় নগাঁও ২৫মে :- পুলিশে গতকাল রাতে চলানো এক অভিযানে বটদ্রবা পুলিশ থানার অগ্নিসংযোগ করার সাথে জড়িত থাকার অপরাধে আন্য দুই জন কে গ্ৰেপ্তার‌ করতে সক্ষম হয়।ধৃত অপরাধী দুই জন কে বটদ্রবা হাইডুবির মুজিবুর রহমান এবং আমলক্ষির আরম্বার আলি বলে চিনাক্ত করা হয়। উল্লেখ্য যে উক্ত ঘটনা সংক্রান্তে এখনো প্রর্য্যন্ত মোট আটজন ব্যক্তিকে নগাঁও পুলিশে গ্ৰেপ্তার করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.