ত্রিপুরায় তৃণমূল যোগ দেওয়া বিজেপি বিধায়ক তৃণ মূল ছাড়লেন
ত্রিপুরায় তৃণমূলে যোগ দেওয়া বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূল ছাড়লেন ।
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 27 মে
কলকাতার কালিঘাটে গিয়ে ঘটা করে মস্তক মুন্ডা করে বিজেপি ছেড়েছিলেন ত্রিপুরার সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস দাস। যোগ দিয়েছিলেন তৃণমূলে। সে সময় এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু মাত্র মাস কয়েকের মধ্যেই মোহভঙ্গ হয়েছে তাঁর ।
এবার, ঘটা করে সাংবাদিক সন্মেলন করে আশিস দাস তৃণমূল ছাড়লেন । তিনি অভিযোগ তুললেন তৃণমূলের বিরুদ্ধে । তাঁর অভিযোগ, ত্রিপুরায় ভোট ভাগাভাগি করে বিজেপিকেই সুবিধা করে দিচ্ছে তৃণমূল ।
তবে এরপর তিনি কোন দলে যোগ দিচ্ছেন তা অবশ্য খোলসা করেননি তিনি । তবে জানিয়ে দিয়েছেন , সুরমা কেন্দ্রের মানুষ চাইলে তিনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত।
কোন মন্তব্য নেই