লাল-সবুজের ঝাড়খণ্ড তখন আর এখন- শীর্ষক বই উন্মোচন
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বৃহস্পতিবার গুয়াহাটি প্ৰেস ক্লাবে উন্মোচন হল প্ৰখ্যাত লেখিকা তথা মুক্ত সাংবাদিক সুপর্ণা লাহিড়ী বড়ুয়ার ‘লাল-সবুজের ঝাড়খণ্ড তখন আর এখন’ শীর্ষক বইটি। আনুষ্ঠানিকভাবে বইটি উন্মোচন করেছেন রবীন্দ্ৰ গবেষক তথা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্ৰাপ্ত অধ্যাপক ড০ উষারঞ্জন ভট্টাচার্য, প্ৰাগ চ্যানেলের সম্পাদক তথা সাংবাদিক প্ৰশান্ত রাজগুরু এবং প্ৰখ্যাত লেখিকা তথা নন্দিনীর সম্পাদক মাইনি মহন্ত।লেখিকার ছেলেবেলার কিছুটা সময় ঝাড়খণ্ডে কেটেছে। ফেলে আসা সেই দিনগুলির নস্টালজিক পরিবেশ এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলির পরিবর্তন মানুষগুলোর পরিবর্তন সেই সমস্ত কিছুই তথ্য সমেত বইটিতে স্থান পেয়েছে।পাঠকরা বইটি পড়ে আনন্দ পাবেন আশাবাদী লেখিকা।
কোন মন্তব্য নেই