Header Ads

নেহরুবালিতে মৃতদেহ উদ্ধার

নগাঁওযের নেহরু বালিতে মৃতদেহ উদ্ধার##
সুনীল রায় নগাঁও ২৫মে :- নগাঁও শহরের কলঙ নদীর পারে নেহরু বালিতে আজ সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হ ওয়া ঘটনাতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।প্রাত:ভ্রমণে যাওয়া একাংশ লোকে পুলিশ কে খবর দেওয়াতে নগাঁও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ টি উদ্বার করে মরণোত্তর পরীক্ষার জন্য নগাঁও শ্বহীদ ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে প্রেরন করে। জানতে পারা মতে ২২মে সন্ধায হতে যুবকজন সন্ধানহীন হয়ে আছে।তার কোনো বন্ধুয়ে ফোন করে ঢেকে আনার  পর হতে‌যুবক জন‌ সন্ধান হীন হয়ে ছিল বলে তার আত্মীয় অভিযোগ করেছে।মৃত যুবকজনের শরীরে আঘাতের চিহ্ল আছে।সেইটি কি পরিস্থিতিতে যুবক জনে মৃত্যু বরন‌করতে হলো‌ সেইটি জানতে পারা যায় নাই। পুলিশের সঠিক তদন্তে এই ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ্যে হয়ে আসবে। মৃতদেহ উদ্ধার হ ওয়া যুবকজন হলো নগাঁও শহরের তেলীযাপট্রীর চেন্টু পাঠক।সে নগাঁও শহরের একটি ড্রাগস ডিষ্টিবিঊটারে কর্মরত ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.