বিজেপি নেতা তথাগত রায়ের গুরুতর অভিযোগ
নয়া ঠাহর,কলকাতা- মেঘালয় ,ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় টুইট করে বিজেপির একাংশ নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন।তিনি টুইট বার্তায় বলেছেন গত নির্বাচনে- বিজেপি " টাকা আর নারীকে কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করেছে" ।এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের আইন জিবি সায়ন ব্যানার্জী বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফ আই আর করেছেন বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই