মেঘালয়ের উমগত,লাদাখের সিন্ধু নদী পরিষ্কার করার আহবান
নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক : লাদাখের সিন্ধু নদী প্লাস্টিক ব্যাগ আবর্জনা তে ভরে গেছে, ।মেঘালয়ের ডাউকি তামাবিল সীমান্তে অবস্থিত উমগত পাহাড়ি নদী প্লাস্টিক ব্যাগ, বোল্ডার সহ চুনের গুঁড়ো নদীকে দূষিত করছে। কেন্দ্রের জল শক্তি মন্ত্রক নদীটিকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি সাংসদ জে শেরিং নামগিয়াল সিন্ধু নদীকে দূষিত করার অভিযোগ করেছেন।
কোন মন্তব্য নেই