এ পি এস সি তে কেবল অসমের নাগরিক,নতুন শিক্ষা নীতি গ্রহণ
অমল গুপ্ত,গুয়াহাটি:এবার থেকে আসাম পাবলিক সার্ভিস কমিশন এ অসমের বাইরের প্রাথীরা চাকরি পাবে না। অসমের কর্মবিনিয়োগ কেন্দ্রে যাদের নাম অর্ন্ত ভুক্ত হয়েছে এবং যারা অসমীয়া ভাষা তে ভালো কথা বলতে পারবেন , তারা এ পি এস সি তে চাকরি করার যোগত্যা অর্জন করবে। তাছাড়া সরকারি অনুমোদন প্রাপ্ত বাংলা ,বড়ো, কাছারি ইত্যাদি ভাষাতেও কথা বলার ক্ষমতা থাকতে হবে। আজ বনগাঁগাঁও এর মন্ত্রী পরিষদের বৈঠকে এই গুরুত্ত পূর্ন প্রস্তাব গ্রহণ করা হয়।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ এই প্রস্তাবের কথা জানান। রাজধানীর বাইরে দ্বিতীয় বার মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হল।ধেমাজি তে প্ৰথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গতকাল পুলিশ সদর কার্য্যালয় এ মুখ্যমন্ত্রী শর্মা রাজ্য পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্তর সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পর্য্যালোচনা করেন। তিনি থানা গুলোতে নিষ্পত্তি হীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান রাজ্যে 6 হাজার পুলিশ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। পুলিশ থানাগুলোর পরি কাঠামো উন্নয়নে জোর দেন মুখ্যমন্ত্রী।তিনি আজ বলেন জেলাগুলোতে মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হলে উন্নয়নের ফোকাস জেলাগুলোতে পড়বে।মন্ত্রিসভার বৈঠকে নতুন শিক্ষা নীতি গ্রহণ করা হয়।এই ব্যবস্থায় বর্তমান মাধ্যমিক বা ম্যাট্রিক পরীক্ষা গুরুত্ত কমিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা জীবনের চূড়ান্ত বলে বিবেচিত হবে।সেটাই হবে শিক্ষান্ত পরীক্ষা।মোট 15 বছরের এই নতুন শিক্ষা নীতিতে নতুন পাঠ্যক্রম হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধমিক পর্ষদ কে মিলিয়ে একটা করা হবে।রাজ্যে মোট জমির পরিমান জানার জন্যে তিন সদস্যের এক কমিটি গঠন করা হবে।
কোন মন্তব্য নেই