Header Ads

মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস দলের জন জাগরণ যাত্রা


সুনীল রায় নগাঁও ২৭ নভেম্বর :- আজ কংগ্রেস দলে মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদী কার্য্যসূচী রূপায়ন করে।নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের অন্তর্ঘত নগাঁও পৌরব্লক , পাখিমরীয়া এবং খাগরিজান, ব্লক কংগ্ৰেস কমিটির উদ্যোগে কংগ্রেস দলে নগাঁও শহরে এক জনজাগরণ কার্য্যসূচী রূপায়ন করে।নগাঁও রাজীব ভবন হতে প্রতিবাদ কারী কংগ্ৰেস নেতা কর্মীসকলে শহরটিতে বিভিন্ন প্রান্তে সমদল যাত্রাকরে শীঘ্রে মূল্য বৃদ্ধি রোধ করতে সরকার কে দাবী জানায়। প্রতিবাদ কারী সকলে বাজারে লেগেছে আগুন, মৃল্ বৃদ্ধি রোধ করা, বিজেপি সরকার হায় হায়, গরীবের রক্ত চোষা, অসম সরকার হায় হায়, কংগ্রেস জিন্দাবাদ এই ধরনের বিভিন্ন শ্লোগান দিয়ে নগাঁওয়ের রাজপথ উত্তাল করে তুলে। প্রতিবাদ কার্যসূচীতে অংশ গ্ৰহন করে কংগ্রেস নেতা শান্তনু শর্মায় বিজেপি সরকার কে কঠোর সমালোচনা করে বলেন যে - নির্বাচনের আগে বিজেপিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্র এবং রাজ্যে সরকার গঠন করেছে। কিন্তু কেন্দ্র এবং রাজ্য দুই সরকারে  প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তাদের আজ প্রর্য্যন্ত একটিও প্রতিশ্রুতি পূরণ করতে পারে নাই। কংগ্রেস সরকারের দিনেগঢ়ে উঠা রাজহুযা সম্পদ সমূহ বিজেপি সরকারে একটি একটি করে বিক্রী করে দেশের অর্থনীতি দূর্বল করে তুলেছে। প্রতিবাদী কার্য্যসূচীতে অংশ গ্ৰহন করে প্রাক্তন মন্ত্রী রকিবুল হুছেইনে বলেন যে- মূল্য বৃদ্ধির ফলে সরকারে সর্বসাধারণ জনগনের জীবন নির্বাহ করতে অসুবিধার সম্মুখীন হয়েছে।আগামী ২০২৪র সাধারণ নির্বাচনে জনগণে বিজেপির পতন ঘটাবে। তিনি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনগনকে ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধ করতে আহ্বান জানায়।আন্যদিকে বিধায়ক নরুল হুদায় বলেন যে - বিজেপি সরকার সাধারণ জনগণের সরকার না।বিজেপি পুজিপতির সরকার। আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকার কে কঠোর সমালোচনা করে হুদায় বলেন যে - সরকারে সর্বসাধারণ সমস্যার প্রতি গুরুত্ব দেওয়ার পরিবর্তে  আমোদ - প্রমোদে ব্যস্ত।কার্য্যসূচীতে তিনটি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি , সম্পাদককে ধরে মহিলা কংগ্ৰেস , যুব কংগ্রেস , সেবা দল, এন এছ ইউ আইর কর্মী সকলে অংশ গ্ৰহন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.