আগরতলায় লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলা করল প্রকাশনা মঞ্চ
নয়া ঠাহর প্রতিনিধি, আগরতলা : ত্রিপুরা প্রকাশনা মঞ্চ আয়োজিত তিনদিনের লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলা শেষ হল আগরতলায়। তিনদিনের গ্রন্থমেলায় প্রকাশিত হয় গৈরিকা ধর সম্পাদিত দোলনা,শাশ্বতী দাস সম্পাদিত সুবোধ, অনিতা ভট্টাচার্য সম্পাদিত অন্যভূমি, ড.রবীন্দ্রকুমার দত্ত সম্পাদিত পাথেয়,মণিকা বড়ুয়া সম্পাদিত গৌতম-গোমতী,পদ্মশ্রী মজুমদার সম্পাদিত কবিতাঘর ও কুসুম দুটো লিটল ম্যাগাজিন, গোবিন্দ ধর সম্পাদিত তিনটি ছোট পত্রিকা অন্যপাঠ, বইবাড়ি এবং নির্বাচিত অসমিয়া ছোটগল্প অনুবাদ সংখ্যা, মৃদুলা ভট্টাচার্য সম্পাদিত সৃজনী জগদীশ দেবনাথ সম্পাদিত ঊনকোটি। এছাড়াও এই পর্বে ছিলো স্রোত প্রকাশনার মুজিব ইরম এর ইরম পাদানাম মুজিব ইরম প্রণীত কবিতাসংগ্রহ, বাসুদেব দাস অনুবাদকৃত নির্বাচিত অসমিয়া ছোটগল্প,বাসুদেব দাস অনুদিত নিরুপমা বরগোহাইয়ের একজন বুড়ো মানুষ, অংশুমান করের রাষ্ট্র নাগরিকত্ব ও এই সময়,সন্দীপ সাহুর কবিতা সংকলন কাঁটাতার উপড়ে নিয়েছে কেউ, মলয় রায়চৌধুরীর প্রেমের কবিতা,প্রণব চৌধুরী রচিত ছোটদের মজার গল্প, হাসির গল্প প্রেমের গল্প অতিথিদের হাত ধরে প্রকাশিত হয় ।ত্রিপুরা প্রকাশনা মঞ্চের মুখপত্র বইবার্তা প্রকাশিত হয় উদ্বোধক সন্দীপ দত্তের হাত ধরে। উদ্বোধনী দিনে সন্দীপ শাহুর সভাপতিত্বে হয় কবি সম্মেলন । ষাট জন কবি পাঠ করেন স্বরচিত কবিতা । গল্পকার বিমল চক্রবতীর সভাপতিত্বে হয় প্রচ্ছদ শিল্পের উপর আলোচনা । অংশ নেন প্রচ্ছদ শিল্পী বাপ্পা চক্রবর্তী, শাব্দিক সম্পাদক সনজিত বণিক এবং বিমল চক্রবর্তী । সংগীত পরিবেশন করেন রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী তিথি দেববর্মন , অনিতা ভট্টাচার্য এবং আরো বেশ কয়েকজন শিল্পী ।
ত্রিপুরা প্রকাশনা মঞ্চের উদ্যোগে লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলার দ্বিতীয় দিনের সকালে লিটল ম্যাগাজিনের পুরোধা ব্যক্তিত্ব সন্দীপ দত্তের সভাপতিত্বে শুরু হয় সম্পাদকীয় বৈঠক । লিটল ম্যাগাজিনের সুখ দুঃখ নিয়ে আলোচনায় অংশ নেন দেবব্রত দেব, সন্দীপ সাহু জহর দেবনাথ জগদীশ দেবনাথ সহ অনান্যরা । সদ্য প্রয়াত কবি ও আকাশের ছাদ সাহিত্য পত্রিকার সম্পাদক সুমিতা ধর বসুঠাকুরকে নিয়ে হয় স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান। আলোচনায় অংশ নেন সন্দীপ দত্ত, বিজন বোস দেবব্রত দেব, সন্দীপ সাহু ও জহর দেবনাথ । বিকেলে হয় কবি সম্মেলন । সভাপতিত্ব করেন কবি ও সাহিত্য সমালোচক বিমল চক্রবর্তী । কবিতা পড়েন ২০ জন কবি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.নির্মল দাশের সভাপতিত্বে ত্রিপুরায় প্রবন্ধ চর্চার উপর হয় আলোচনা সভা। আলোচনা করেন বিমল চক্রবর্তী নিয়তি রায়বর্মন ড. রবীন্দ্র দত্ত এবং ড.নির্মল দাশ ।আবৃত্তিতে পাঞ্চালী আচার্য এবং সঙ্গীতে অংশ নেন অনিতা ভট্রাচার্য । তৃতীয়় দিনের অধিবেশনের প্রথম পর্বেই কথাসাহিত্য পাঠ পাঠান্তর বিষয়ক
আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপিকা সুতপা দাস, জহর দেবনাথ, সভাপতিত্ব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক মৃন্ময় প্রামাণিক ।
ত্রিপুরায় ভিন্ন ভাষাচর্চা বিষয়ক আলোচনায় অংশ নেন ক্রাইরী মগচৌধুরী,বিপ্লব ওরাং,অরুণ চাকমা ও ধনরাজ জমাতিয়া ।সম্মাননা প্রদান ও সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন ড.রবীন্দ্রকুমার দত্ত
নিয়তি রায়বর্মন সভাপতিত্ব করেন সন্দীপ দত্ত ।সমাপ্তি পর্বে সম্মাননা প্রদান করা হয় ত্রিপুরায় বাংলা ও অনান্য ভাষায় সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করে চলা তরুণ কবি তপন দেবনাথ স্মৃতি সম্মাননা শুভ্রশংকর দাশকে ,কবি হিমাদ্রি দেব স্মৃতি সম্মাননা মীনাক্ষী ভট্টাচার্যকে ,মানিক চক্রবর্তী স্মৃতি গল্লকার সম্মাননা দেবব্রত দেবকে ,জয়া গোয়ালা স্মৃতি কথাসাহিত্যিক সম্মাননা মাধুরী লোধকে ,দীনেন ভট্টাচার্য স্মৃতি প্রাবন্ধিক সম্মাননা ড.রবীন্দ্রকুমার দত্তকে ,চিন্ময় রায় স্মৃতি চিত্রশিল্পী সম্মাননা বাপ্পা চক্রবর্তীকে, বাচিকশিল্পী সম্মাননা উদয়শংকর ভট্টাচার্যক ও শুভ্রা ধরকে,রমাপ্রসাদ দত্ত স্মৃতি
লিটল ম্যাগাজিন সম্পাদক সম্মাননা শাব্দিক সম্পাদক সন্জিৎ বণিককে, অনার্য সম্পাদক রসরাজ নাথকে ,প্রতিবিম্ব সম্পাদক তারাপ্রসাদ বণিক,জলীয় সংবাদ সম্পাদক গোপেশ চক্রবর্তী,রসমালাই সম্পাদক অমলকান্তি চন্দ
ভুবনডাঙা সম্পাদক জহরলাল দাস,প্রবাহ সম্পাদক জহর দেবনাথ,রূপান্তর সম্পাদক রাজীব মজুমদার ,সুমিতা সম্পাদক সুমিতা বর্ধন,সুমিতা ধর বসুঠাকুর স্মৃতি অনলাইন সাহিত্য পত্রিকা সম্মাননা
দৈনালী সম্পাদক মিঠু মল্লিক বৈদ্য,মননস্রোত সম্পাদক জয় দেবনাথ ,মধুসূধন দেববর্মা স্মৃতি সংগীত-নাটক-নৃত্যশিল্পী সম্মাননা,রীতা চক্রবর্তী, নাটকে শ্যামলকান্তি দে ,দিনেশ চন্দ্র সাহা স্মৃতি প্রকাশক সম্মাননা
বিপ্লব উরাং:ঝুমুর প্রকাশনী, বিমল চৌধুরী স্মৃতি আজীবন স্বীকৃতি সম্মাননা কল্যাণব্রত চক্রবর্তী, ,অপরাজিতা রায় স্মৃতি ছড়াকার সম্মাননা চুনী দাস,শ্যামলাল দেববর্মা স্মৃতি অন্যভাষা চর্চা সম্মাননা যোগমায়া চাকমা ওঅরুণ চাকমাকে সংবর্ধিত করা হয় ।
তিনদিনের এই লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলায় প্রতিদিন ছিলো কবি সম্মেলন ও বাচিকশিল্পীদের পরিবেশিত ত্রিপুরার কবিদের কবিতা আবৃত্তি।
[5:35 pm, 17/11/2021] Biplob Lamding: আগরতলায় লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলা করল প্রকাশনা মঞ্চ
কোন মন্তব্য নেই