Header Ads

বিশিষ্ট সমাজকর্মী মলয়া মুখার্জি চলে গেলেন

নয়া ঠাহর,কলকাতা:  নেতাজি প্রেমী ,সুপ্রিমকোর্টের   আইন জীবি  জয়দীপ মুখার্জির মা   মলযা মুখার্জি  চলে গেলেন।গত 25  নভেম্বর দিল্লিতে তিনি  79 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সঙ্গীত, নাটক ,আবৃত্তি র সঙ্গে সমাজসেবা কে জীবনের ব্রত করে নিয়েছিলেন  মলয়া দেবী।তারই সুযোগ্য পুত্র জয়দ্বীপ   সমাজ সেবাকে জীবনের  অঙ্গ করে নিয়েছেন।নেতাজি সুভাষ কে    জীবনের আর্দশ পুরুষ  হিসাবে গন্য করে তাঁর মৃত্যু রহস্য উন্মোচন করার  সব প্রয়াস   চালিয়ে যাচ্ছেন হুগলির আদি  বাসিন্দা  জয়দীপ বাবু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.