Header Ads

লামডিঙে বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ বাংলা সংস্কৃতি চর্চা করে যাচ্ছে

নয়া ঠাহর, লামডিং অফিস  ,অসমের বাংলা  ভাষা সংস্কৃতি আজ   প্রশ্ন চিহ্নের মুখে।বাংলা  ভাষা বাদ দিয়ে  সবাই  ইংরেজি পড়াতে  চাইছে,ছেলেকে সায়েব করবে,মানুষ করবে। বাংলা ভাষা তে দুলাইন    লিখতেও পারে না।  লামডিঙের সংস্কৃতি মনস্ক মানুষ সঙ্গীত চর্চা তে  যে ধরণের  মননিবেশ করেছে বাংলা ভাষা চর্চা তে করেনি। সাংবাদিক     অনিমেষ  মজুমদার  এবং সাংবাদিক স্বপন দাস প্রমুখরা  বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের  মাধ্যমে বাংলা সংস্কৃতি চর্চা কে এগিয়ে নিয়ে যাচ্ছেন ,যা  গর্বের ।নয়া ঠাহর এর মুখ্য  সম্পাদক অমল গুপ্ত  এই মঞ্চের    সংগীত  সমারোহে উপস্থিত থেকে   উপস্থিত   দর্শক দের  বাংলা ভাষা চর্চার  অনু শীলনের কথা স্মরণ করিয়ে দিলেন। এবং মঞ্চকে অভিনন্দন জানান।এই  মঞ্চ র  সভানেত্রী  শিখা  মজুমদার   অমল গুপ্ত কে    সম্বর্ধ না  জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.