বিকেএম করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নবীন কার্যকর্তাদের শপথ বাক্য পাঠ
সুব্রত দাস,বদরপুর: রবিবার করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ভারতীয় কল্যাণ মঞ্চের নবীন কার্যকর্তা ও সদস্যদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভা সরস্বতী বিদ্যানিকেতনে বেলা বারোটায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুরজ চন্দ্র। সভার শুরুতে সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারিকে সূরজ চন্দ্রকে সংবর্ধনা দেওয়া হয়। তারপর এক এক করে করিমগঞ্জ জেলা কমিটির পদাধিকারীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারপর সবাই সংগঠনের শপথ বাক্য পাঠ করেন। এতে করিমগঞ্জ জেলা কমিটির মূখ্য উপদেষ্ঠা অশোক পাল,সাধারণ সম্পাদক বিশাল নাথ,সহ-সভাপতি বিকাশ লাল ধূবী,জয়েন্ট সেক্রেটারি(মিডিয়া এন্ড আইটি)পাঁঞ্চালি দেব,অরগেনাইজিং সেক্রেটারি দেবাশিষ নাথ সহ জেলা কমিটির বিভিন্ন কার্যকর্তা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই