Header Ads

মধ্যপ্রদেশের জঙ্গলে দুটি বাঘ খুন,অসমে বাঘের হানায় জখম এক

নয়া ঠাহর ,গুয়াহাটি  দেশের জাতীয় পশু ছিল  বন রাজা সিংহ, তা নিশ্বেস হওয়ার পথে। গুজরাটের গির  অভ্যরণ্যে গ্রাম বাসীদের সঙ্গে কোন রকমে বেঁচে  বর্ত্তে আছে।  হ্যাঁ  সেই অভ্যরণ্যে গ্রাম ও আছে। এখন দেশে  হাজার তিনেক বাঘ আছে।1947 সালের আগে ছিল 40 হাজার বাঘ। দেশের জাতীয় পশু বাঘ আজ  লোভি মানুষের হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম করছে। শেষ হতে আর বেশি দেরি নেই। মধ্য প্রদেশের  সিনরাউলি জেলার সঞ্জয় বাঘ প্রকল্পে    বান জারি গ্রামে একটি বাঘিনীর   পুড়ে যাওয়া   দেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের শক দিয়ে মারা হয়েছে।আর একটি চিতা বাঘ হত্যা করা হয়েছে।  মহারাষ্ট্রের তারাব   আঁধারীতে  বাঘিনীর হাতে এক বা বন রক্ষীর মৃত্যু হয়েছে।অসমের   দৰং জেলার ওরাং জাতীয় উদ্যান থেকে বেরিয়ে আসা এক বাঘের আক্রমণে এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.