সংসদে তিন কৃষি বিল বাতিল করা হল
নয়া ঠাহর,গুয়াহাটি: আজ সংসদে প্রথম অধি বেশনের প্রথম দিন মাত্র 6 মিনিটের মধ্যে তিনটি কৃষি বিল বাতিল হয়ে যায়।বিরোধীদের হুলস্থুল পরিস্থিতির মধ্যে তা বাতিল হয়ে যায়। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস আলাদা ভাবে গান্ধী প্রতিমূর্তির তলে ধরনা দেয়। বিল তিনটি নিয়ে বিশদ আলোচনার দাবি জানান।সংসদেন12 জন সদস্য কে আজ সাসপেন্ড করা হয়।কংগ্রেস ,সিপিএম এবং তৃণমূলের সদস্য ।আছেন।
কোন মন্তব্য নেই