নবজ্যোতি ক্লাবের রজত জয়ন্তী কালীপূজোর সমাপ্তি ঘটল
সুব্রত দাস,বদরপুর: কালীপুজোর প্রস্তুতিতে মেতেছিল বদরপুর শহর। আলোক সজ্জায় মাধ্যমে পূজা হলো শ্যামাপূজা। করণা বিধি নিষেধের সঙ্গে পালন হল শ্যামাপূজা। বদরপুর শহরে অন্য বছরের তুলনায় এবছর এত ভিড় লক্ষ করা যায়নি। তবে কিছু পুজোর প্যান্ডেলে ভিড় দেখা যায়। অন্যদিকে বদরপুর ঘাট এফসিআই গেটের নবজ্যোতি ক্লাবের পরিচালনায় রজত জয়ন্তী উৎসব পালন করে। এতে এক সাংবাদিক সাক্ষাতে নবজ্যোতি ক্লাবের সম্পাদক বলেন ডাঃ পুলক মালাকার বলেন,যারা এই ক্লাব প্রতিষ্ঠা করেছিল তারা অনেকেই নেই। তাদের প্রতিষ্ঠা করা ক্লাবের পরিচালনায় এই পূজা ধরে রাখতে পেরে তারা অত্যন্ত ও আনন্দিত। এবং আগামী দিনে সবার সহযোগিতা কামনা করেন। নবজ্যোতি ক্লাব রজত জয়ন্তী উপলক্ষে কালীমূর্তি বিসর্জন দিনে জাতীয় সড়কের পাশে পাশে আতশবাজি ফাটিয়ে বদরপুর থেকে মূর্তি প্রচেশন করে বদরপুর ঘাট দশমীর ঘাটে বরাকের জলে মূর্তি বিসর্জন দেয়। এই মূর্তি প্রচেশনে শত শত যুবক ও মহিলারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই