জনগণের সহযোগিতা থাকলে মাদক নির্মূল হবে: পুলিশ সুপার আনন্দ মিশ্র
সুনীল রায় নগাঁও ২৫নভেম্বর :- দেশ হতে ড্রাগস সেবন বন্ধ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারে ইতিমধ্যে নেশামুক্ত ভারত অভিযান ' আরম্ভ করেছে।এই ধরনের কার্য্যসূচীকে অনুসরন করে নগাঁও জেলার অন্যতম স্বেচ্ছাসেবী অনুষ্ঠান গ্ৰাম বিকাশ পরিষদের দ্বারা পরিচালিত নেশামুক্ত অভিযান সহায়ক কেন্দ্রের উদ্যোগে আজ এলফিনিষ্টন বিবাহ ভবনে একটি কর্মশালা এবং সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী অনুষ্ঠান টির মূখ্য উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাতে জেলার পুলিশ সুপার আনন্দ মিশ্রে অংশ গ্ৰহন করে বলেন যে " ড্রাগসের বিরুদ্ধে যুদ্ব করতে হলে সকলো সন্মিলিত প্রচেষ্টারে এগাতে হবে।আমি শুধু সছিয়েল মিডিযা বা আন্য কোনো মাধ্যমের মধ্যে এর বিরোধিতা করে ক্ষেন্ত থাকলেই হবেনা।সকলো জনগনে হাতে কামে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।ড্রাগস সম্পূর্ণ রূপে নির্মূল করতে হলে জনগণ সব সময়ে সজাগ থাকতে লাগবে বলে আহ্বান জানায় পুলিশ সুপার জনে তিনি আরও বলেন যে বিশেষ করে নব প্রজন্মের লোকদের আমি ড্রাগসের ভয়াবহতার বিষয়ে বুঝতে হবে। অনুষ্ঠানে বিশিষ্ট মানসিক এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা: জিয়াউদ্দিন আহমেদে বলেন যে ' ড্রাগস সেবন একটি কু - অভ্যাস।এই ধরনের অভ্যাসে বহু লোকের জীবন ধ্বংস করেছে। সেই জন্য সমাজ হতে এই ব্যাধি দূরে সরিয়ে এক সুস্থ সবল সমাজ গড়তে হবে বলে চিকিৎসক জনে মন্তব্য করে।উক্ত অনুষ্ঠানে ড্রাগস সম্পর্কে তিনটি করে হেল্প লাইন নম্বর খুলে দেওয়া হয়েছে। নম্বর কয়টি হয়েছে ৯৩৯৫২৯২৬৯২, ৭০০২৪২৪৯৪০, এবং ৭০০২৪১০৮০০, অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সমাজ কল্যাণ বিষয়া প্রমীলা কন্দলি, অধিবক্তা ক্রমে সেহনাজ সুলতানা, সাহিন খানম, ছাড়াও কয়েকজন বিশিষ্ট লোক উপস্থিত থাকেএই ছাড়াও হয়বরগাঁও পুলিশ ফাঁড়ির বিষয়া তরঙ্গ পাটোয়ারী ইটাচালী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়া সঞ্জীব কুমার সিংহ, মরিকলং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়া ত্রিলোচন নাথ, ডা: জিয়াউদ্দিন আহমেদ কে সম্বোধনা জানানো হয়। উল্লেখ্য যে নেশাযুক্ত অভিযান সহায়ক কেন্দ্রের মাধ্যমে বর্তমান প্রর্যৃন্ত ২০৪জন ড্রাগস আসক্তলোককে উদ্ধার করার সাথে ১৭৩জন লোককে ড্রাগস আসক্তসেই ধরনের লোককে চিকিৎসা করে আরোগ্য করা হয়েছে বলে সহায়ক কেন্দ্র টির নেতৃবৃন্দ জানান।
কোন মন্তব্য নেই