গুয়াহাটি মহানগরে অপরাধ জনিত ঘটনা বাড়ছে
নয়া ঠাহর,গুয়াহাটি=গুয়াহাটি মহানগরে 10 লাখের বেশি জনসংখ্যা।গুয়াহাটি স্মার্ট সিটি লিমিটেড 4হাজার সিসি টিভি লাগানোর প্রস্তাব দিয়েছিল।।বর্তমানে 200 টির মত সিসি টিভি আছে তার 50 শতাংশ বিকল ,দিনের বেলাতেও অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।মহানগরে প্রতিদিন কোনো না ।কোনো ঘটনা ঘটছে।অপরাধীরা ধরা পড়ছে না।
কোন মন্তব্য নেই