বাঙালি স্থান গঠনের দাবিতে সরব "আমরা বাঙালি" কলকাতার
সংবাদ দাতা, কলকাতা: ২৬ শে নভেম্বর ,শুক্রবার আমরা বাঙালী সংগঠনের পক্ষ থেকে ৪ দফা যথাক্রমে ভারতের সমস্ত বাঙালী অধ্যুষিত অঞ্চলগুলিকে একত্রিত করে সংবিধান মেনে বাঙালীদের নিজস্ব বাসভূমি "বাঙালীস্তান" রাজ্য গঠন,ভারতীয় সেনাবাহিনীতে বাঙালী রেজিমেন্টের পুনর্গঠন, এন আর সি বাতিল ও সরকারি বেসরকারি সব কাজে বাংলা ভাষার ব্যবহারের আবশ্যকতার দাবীতে উত্তর ২৪ পরগনা জেলা শাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এক স্মারকলিপি প্রদান করা হয় । এদিন বিকেলে বারাসত ১ নং প্ল্যাটফর্ম চত্বর থেকে জনা ৫০ সদস্যদের নিয়ে এক মিছিল করেন তারা । উপস্থিত ছিলেন-- আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব জয়ন্ত দাশ , কেন্দ্রীয় বাঙালী ছাত্র-যুব সমাজ সচিব তপোময় বিশ্বাস, সমতট সাংগঠনিক সচিব অরূপ মজুমদার, মোহন অধিকারী , শেখর সাহা প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ । এছাড়াও জেলা কমিটির পক্ষে জেলা সচিব বাপী পাল, দেবাশীষ বিশ্বাস, মিন্টু বিশ্বাস, অর্পিতা মন্ডল , তনিমা বৈরাগী,সঞ্জীব বিশ্বাস, জয়দেব দাশ,বিজন মন্ডল,রাণী ঘোষ , মমতা ঘোষাল প্রমুখ । মিছিলটি বারাসতের চাঁপাড়ালি হয়ে কলোনি মোড়ে শেষ করে এক পথ সভার আয়োজন করা হয় ।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা বলেন-ব্রিটিশ আমল থেকে শুরুকরে ভারতের স্বাধীনতা-পরবর্তী যুগেও বৃহত্তর বঙ্গ প্রদেশকে সাম্রাজ্যবাদীরা ছিন্নবিচ্ছিন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছে। ত্রিপুরা, অসম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা-র বাঙালী অধ্যুষিত অঞ্চল গুলোকে সংবিধানের ভাষা ভিত্তিক রাজ্য ঘটনের ধারা গুলি অনুযায়ী পশ্চিম বঙ্গের সঙ্গে যুক্ত করে বৃহত্তর বঙ্গপ্রদেশের দাবী আমরা রাখছি। স্বাধীনতা ও অন্যান্য ঐতিহাসিক কারণে পূর্ব বঙ্গ/পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশ রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ নাগরিক উদ্বাস্তু হয়ে এদেশে এসেছেন। অথচ সেই সময় থেকে এখনও পর্যন্ত কেন্দ্রের কোন সরকার তাঁদের সম্মানজনক প্রকৃত পুনর্বাসনের বিশেষ কোন ব্যবস্থা করেন নি। তাঁদের নিয়েই দীর্ঘ ৭৫বছর রাজনৈতিক দল গুলো ছিনিমিনি খেলছে।এখনও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে বাঙালীদেরকে 'এন.আর.সি'-র নামে বিদেশী তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্প-এ বন্দী করে রাখার প্রক্রিয়া চলছে। এই দুরবস্থা থেকে বাঙালীকে রক্ষা করার আশু কর্তব্য বলে আমরা মনে করি। কোন বাঙালীকেই যাতে বিদেশী চিহ্নিত করা না হয় এর জন্যে আপনার নিকট বাঙলা ও বাঙালীর পক্ষ থেকে 'আমরা বাঙালী' সংঘটনের বিনীত আবেদন রইল।এছাড়াও 'আমরা বাঙালী' দলের পক্ষ থেকে অবিলম্বে 'এন.আর.সি' ও 'সি.এ.এ.' বাতিল করার দাবী জানাচ্ছি ।
১৯২১ সনে ব্রিটিশ সরকার বাঙালীর বিদ্রোহকে প্রতিহত করার জন্য সেই সময় বেঙ্গল রেজিমেন্টকে ভেঙ্গে দিয়েছিল। স্বাধীনতার পরে এখনও পর্যন্ত বাঙালীর শৌর্য-বীর্যের প্রতীক বেঙ্গল রেজিমেন্ট আমরা ফিরে পাই নি । আপনার নিকট আমাদের দাবী ভারতে ১৯টি জাতিভিত্তিক রেজিমেন্ট-এর পাশাপাশি বেঙ্গল রেজিমেন্ট কে পুণর্ঘটন করা হোক।
ভারতের সংবিধানে বাংলাভাষা অষ্টম তপশীলের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা ও পশ্চিম বাঙলায় অবস্থিত কেন্দ্রীয় সরকারের দপ্তর গুলিতে বাংলাভাষা এখনও ব্রাত্য। আপনার নিকট আবেদন প্রতিটি ক্ষেত্রে সুমহান বাংলাভাষার ব্যবহারের নির্দেশাবলি দিয়ে বাধিত করবেন।
বর্তমানে সমগ্র বিশ্ব এক ভয়ঙ্কর মহামারীর কবলে রয়েছে। এমতাবস্থায় দেশের অর্থনৈতিক অবস্থা গভীর সঙ্কটে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সঙ্কুচিত হয়েছে। ফলে মানুষের ক্রয়ক্ষমতা নিম্ন মুখী। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল সহ অনান্য অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন। তাই আপনার নিকট 'আমরা বাঙালী' সংঘটনের বিনীত আবেদন, অবিলম্বে এই সঙ্কটের হাত থেকে দেশের সাধারণ মানুষের জীবন রক্ষা করুন। সংগঠনের পক্ষে যুব নেতা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য তপোময় বিশ্বাস এক প্রেস বার্তাতে এখবর জানান ।
কোন মন্তব্য নেই