Header Ads

জায়ানদেহ রুদ নদীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ইরানে লাখ মানুষের বিক্ষোভ

নয়া ঠাহর,ডিজিটেল্ ডেস্ক,   ভারতের রাজধানী নগরী দিল্লির গর্ব যমুনা নদী বিষাক্ত ,পবিত্র নদী গঙ্গা দূষিত,কলিফর্ম     ব্যাকটেরিয়া তে ভরে গেছে।দেশে  কোনো আন্দোলন নেই।প্রতিবাদ নেই। এদেশের গরিষ্ঠ সংখ্যক মানুষ নদ  নদী পাহাড় প্রকৃতি   জঙ্গল বিরোধী ।দেশের  নদ নদী দ্রুত শুকিয়ে যাচ্ছে।আর ইরানের মত দেশ  নদীকে কত ভালবাসে! তাদের প্রধান নদী জাহানদেহ রুদ  দ্রুত  শুকিয়ে যাচ্ছে। ইরানের ইস্পাহানের  এই বড় নদীকে  বাঁচাতে  রাজধানী নগরী তেহরানে  গত কাল লাখ মানুষ স্লোগান তুলেছে ইস্পাহানের    স্বাস ফিরিয়ে দাও,জাহান দেহ কে ফিরিয়ে দাও। দেশের   প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি  পরিবেশ বিশেজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন।আর আমাদের দেশে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.