লামডিং রেল শহরে বাংলা পোর্টাল "নয়া ঠাহর ""এর শাখা কার্য্যালয়
নয়া ঠাহর প্রতিবে
শনিবার বিকেল সাড়ে চার টায় লামডিং নিউ কলোনির লিটল স্টার একাডেমির প্রেক্ষাগৃহে নয়া ঠাহর প্রিন্ট ও ওয়েব পোর্টাল এর শাখা কার্যালয় এর উন্মোচন করা হয়। উন্মোচন করেন নয়া ঠাহর এর মুখ্য সম্পাদক অমল গুপ্ত। অনুষ্ঠানে লামডিং এর দুই বিশিষ্ট সাংবাদিক অনিমেষ মজুমদার এবং স্বপন দাসকে মানপত্রের দ্বারা সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেওয়া হয় লামডিং এর অগ্রণী মহিলা সগঠন নন্দিনীর পক্ষ থেকে।
অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বপন দাস বলেন, আমি অমল গুপ্তের হাত ধরে সাবাদিক জগতে প্রবেশ করেছিলাম, আজ তাঁর হাত থেকেই সন্মাননা পেয়ে আমি আপ্লুত। অনিমেষ মজুমদার বলেন, কলেজ জীবনের স্কলারশিপের টাকায় ম্যাগাজিন ছাপাতে গিয়ে বাবার হাতে মার খেয়েছিলাম।দুইজনই আশ্বাস দেন ভবিষ্যতে নয়া ঠাহর এর পাশে থাকবেন। অমল গুপ্ত তাঁর বক্তব্যে বলেন নয়া ঠাহর এর ভিজিটর ২২লাখ ছাড়িয়ে গেছে। লামডিং শাখা কার্যালয় এর দায়িত্ব প্রাপ্ত সাবাদিক জয়শ্রী আচার্য লামডিং বসে আশ্বাস দেন লামডিং এর যে কোন গুরুত্বপূর্ণ খবর কে অগ্রাধিকার দেওয়া হবে। এই অনুষ্ঠানে শিশু শিল্পী করিশমা বর্মার সঙ্গীত দর্শকদের আনন্দ দেয়। অরুণা দাসের পরিচালনায় সমবেত সঙ্গীত পরিবেশন করেন স্বপ্না গোপ, মধুমিতা দে মার্কিন তালুকদার, রেখা দাস এবং জয়শ্রী আচার্য। তবলায় সঙ্গত করেন প্রদান রায়।
প্রসঙ্গত সম্প্রতি অনিমেষ মজুমদার এবং স্বপন দাসকে রাজ্যিক স্তরে এবং জেলা স্তরে সম্বর্ধনা দেওয়া হয়।
কোন মন্তব্য নেই