Header Ads

লঙ্কা প্রেস ক্লাবে প্রেস দিবসে দুই সংবাদিক কে সম্বর্ধনা

নয়া ঠাহর গৌহাটি ,লঙ্কা প্রেস ক্লাব এবং হজাই মহকুমা তথ্য ও জনসংযোগ অফিসের উদ্যোগে জাতীয় প্রেস দিবস  উদযাপন করা  হয়। এই দিবস উপলক্ষ্যে  লঙ্কা প্রেস ক্লাবের সভাপতি হেমন্ত   গোস্বামী পতাকা উত্তোলন করেন। এই দিবস উপলক্ষ্যে  লাম ডিং প্রেস ক্লাবের বিশিষ্ট সংবাদিক স্বপন দাস এবং  নিরঞ্জন   সহানি কে সম্বর্ধনা জানানো    হইছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.