লামডিং পুষ্প ডান্স ইন্সটিউশনের পুরস্কার প্রদান অনুষ্ঠান
নয়া ঠাহর ,লামডিং : রবিবার লামডিং নিউ কলোনির পুষ্প ডান্স ইনস্টিটিউশানের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয় একটি অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকেন অসমের বরিষ্ঠ সাংবাদিক অমল গুপ্ত এবং লামডিং লিটল স্টার একাডেমির অধ্যক্ষা জয়শ্রী আচার্য। বিভিন্ন গ্রেডের সফল ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন অতিথিদ্বয়। ছাত্রছাত্রীদের নৃত্য প্রদর্শন উপস্থিত সকলকে আনন্দিত করে। ইনস্টিটিউট এর কর্ণধার বিজয় ভৌমিকের ভূয়সী প্রশংসা করেন অমল গুপ্ত। করোনা আবহে অতিমারি খানিকটা পরিস্থিতি খারাপ হওয়ায় ভৌমিক আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টার প্রশংসা করে আচার্য বলেন মনের জোর মানুষকে সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগায়।
কোন মন্তব্য নেই