Header Ads

হরিজনদের দাবি নিয়ে সাইকেল যাত্রা মুখ্যমন্ত্রীকে দাবি পত্র


সুনীল রায় নগাঁও ২২নভেম্বর :-গত১৯নভেম্বরে লক্ষীমপুর জেলা হতে গুয়াহাটীতে সাইকেল যাত্রা করা হরিজন সম্প্রদায়ের দুই যুবক দিলীপ বাছফোর এবং রকী বাছফোর আজ সন্ধ্যায় এসে নগাঁওতে উপস্থিত হয়েছে।সাফাই কর্মচারী সকলের কয়েকটি দীর্ঘ দিনের সমাস্যা সরকারে সমাধান না করার পরিপ্রেক্ষিতে এই দুই যুবকে সাইকেলে গুযাহাটীতে যাত্রা করে মূখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপালকে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করবে।এই দাবী সমূহ হয়েছে -আসামের বিভিন্ন সরকারি বিভাগ, বর্ড, নিগম এই সকলে সাফাইর দাযিত্ব ঠিকাদারকে দেওয়া কার্য বন্ধ করা, বৃটিশ শাসনকালের হতেসাফাই কার্যে জড়িত বাছফোর, মেটর ভাংগী, লালবেগীএই সকল তফসিল জাতির লোককে স্থায়ী -অস্থায়ী পদে নিযুক্তি প্রদানের ক্ষেত্রে সরকারে গুরুত্ব প্রদান করা, এই লোক সকলের ভৃমিহীন‌ সকলকে ভূমি আবন্টন দেওয়া,পিএম
ওয়াই গৃহ আবন্টন দেওয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.