এই কি দেশের রাজধানী!প্রশ্ন ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের
অমল গুপ্ত,গুয়াহাটি:দেশের রাজধানী দিল্লির বাতাসের মান আজও উদ্বেগ জনক।দিল্লির বায়ু দূষণ নিয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই কি দেশের রাজধানী!বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে। প্রধান বিচারপতি এন ভি রমনার বিশেষ বেঞ্চ দিল্লির বায়ু দূষণ নিয়ে এই সমালোচনা করেছেন। আর দুজন বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর ও বিচারপতি সূর্য্য কান্ত।গত বুধবার দিল্লির বায়ু মান সূচক ছিল280। দিল্লির আশ পাশের কল কারখানা,তাপ বিদ্যুত কেন্দ্র,যানবাহন ,জেনারেটর প্রভৃতি থেকে দূষণ বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বাতাসে বিষ ,নিঃস্বাস নিতেও শিশুদের কষ্ট হচ্ছে। এই প্রেক্ষিতে দিল্লির সব বিদ্যালয় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।আগামী 29 নভেম্বর থেকে স্কুল কলেজ, অফিস খোলার সম্ভবনা আছে। দিল্লির দূষণের কারণ হিসেবে হরিয়ানা, পঞ্জাবের কৃষকদের ফসলের গোড়া পোড়ানো কে দায়ী করা হলেও প্রকৃত কারণ কি তাই? সারা বিশ্বে আজ পরিবেশ দূষণ চলছে। বিশ্বের ফুস ফুস বলে খ্যাত ব্রাজিলের আমাজন ।2020-21 সালে আমাজনের 13 হাজার কিলোমিটার জঙ্গল সাফ হয়ে গেছে ,22 শতাংশ হারে গাছ কাটা চলছে।30 লাখ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী, সাড়ে তিনশোরও বেশি উপজাতি গোষ্ঠীর বাস ,কয়েক লাখ কিলোমিটার এলাকাজুড়ে তিন কোটি মানুষের বাসস্থান আজ হুমকির মুখে।ব্রাজিলের শাসক বন ধ্বংস কে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমাজন নিয়ে বিশ্বে প্রতিবাদ উঠছে কিন্তু ভারতের সুন্দরবন,কাজিরঙা, ডিব্রু সাইকিয়া অভয়ারণ্য আজ হুমকির মধ্যে পড়েছে প্রতিবাদ কোথায়?বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল গুলির অন্যতম সুন্দর বন 100 র বেশি রয়েল বেঙ্গল টাইগার আছে।গত আমপান ঘূর্ণিঝড় 1200 কিলোমিটার ধ্বংস হয়ে গেছে।অসমের কাজিরঙা 430 বর্গকিলোমিটার ,অতিরিক্ত বনাঞ্চল অর্ন্তভুক্ত করা হয়েছে।ইউনেস্কো র অনুমোদিত এই রাষ্ট্রীয় উদ্যানে ভারতীয় এক গন্ডারের আদি বাসস্থান। হোটেল বাজার সবই আছে এর ভেতর। বিপন্ন প্রজাতির এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্যে বিখ্যাত।2000 এর বেশি গন্ডার আছে।
কোন মন্তব্য নেই