বাতাসে দূষণ দিল্লিতে শিশুরা নিশ্বাস নিতে পারছে না
নয়া ঠাহর ডিজিটাল ডেস্ক , নয়া দিল্লি র আকাশ বাতাস কার্বন বিষ চারপাশ ছড়িয়েছে।কচি শিশুরা নিশ্বাস নিতে পারছে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাতদিন বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বাতাসে ধূলিকণা মারাত্বক আকার ধারণ করেছে। রাজ্য সরকার 14 নভেম্বর থেকে 17 নভেম্বর বিদ্যালয় এবং সব সরকারি অফি বন্ধের ঘোষণা করেছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সবকে সতর্ক করে দিয়েছে। সুপ্রিম কোর্ট দুদিন লক ডাউনের পক্ষে রায় দিয়েছেন। 14 দিন নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হইছে। বাতাসে বিষ ছড়াচ্ছে,ধূলিকণার মাত্রা মারাত্বক , চোখ জ্বলছে।সবকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।
কোন মন্তব্য নেই