Header Ads

মাজুলি -জোরহাট সংযোগী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী

নয়া ঠাহর ,গুয়াহাটি :মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  আজ মাজুলি -জোরহাট সংযোগী সেতুর ভিত্তি স্থাপন করেন। প্রস্তাবিত 5হাজার মিটারের প্রায় হাজার কোটি টাকা ব্যয় করে 48 মাসের  মধ্যে সম্পূর্ণ করা হবে। গতবছর   18 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি দিল্লি থেকে ভিডিও  কনফারেন্স মাধ্যমে ভূমি পূজন করে ছিলেন। এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ মাজুলি  শ্রীমন্ত  শংকর দেবের স্মৃতি বিজড়িত  ঐতিহাসিক স্থান।48 মাসের মধ্যে মূল   ভু খণ্ডের  সঙ্গে জুড়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.