বীরসা মুন্ডার জন্মদিন পালন ত্রিপুরার চা বাগানগুলিতে
নয়া ঠাহর প্রতিনিধি, আগরতলা , ১৫ নভেম্বর : উলগুলানের শেষ নাই ,বীর বিরসা র মরণ নাই, - এই শ্লোগান চারদিক মাত করে সোমবার ত্রিপুরার চা - বাগান গুলিতে মহান স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতি ।এদিন সকালে ঊনকোটি জেলার রাঙরুঙ,মনুভ্যালী, শোভা বাগান এলাকার বিভিন্ন স্থানে বীরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির সদস্যরা । জল,জমি, জঙ্গলের অধিকার, মর্যাদাপূর্ণ জীবন, কাজের উপযুক্ত পরিবেশ, ভাষার বিকাশ, আদিবাসী স্বীকৃতি, স্বায়ত্তশাসনের জন্য লড়াইয়ের শপথ নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। রাজ্যের অনান্য চা - বাগান গুলিতে নানান সংগঠনের উদ্যোগে পালিত হয় বীরসা মুন্ডার জন্মদিন।
কোন মন্তব্য নেই