Header Ads

গুয়াহাটি তে কিডনি চক্র ধৃত

নয়া ঠাহর, গুয়াহাটি -গুয়াহাটি মহানগরে এক কিডনি চক্র  ধরা  পড়েছে। উত্তরা খণ্ডের এক চক্র গুয়াহাটিতে বিগত 2017 সাল থেকে সক্রিয় ছিল। অক্ষয়  রাউত নামে এক যুবক কে অসম পুলিশ গ্রেফতার করেছে।সে অসমের   নানা  হাসপাতালে  নানা  অজুহাতে  থেকে গরিব দুস্থ রুগীদের সঙ্গে যোগাযোগ করে 20 হাজার টাকা র   বিনিময়ে  কিডনি ক্রয় করত বলে পুলিশ সূত্রে জানা গেছে। কলকাতার এক হাসপাতাল এই  অপারেশন  হচ্ছিল বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.