অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু দিবস পালন
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বিহাড়া বাজারের ১৯৮ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিহাড়া সেক্টরের কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার উদ্যোগে, ১৪ নভেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস হিসাবে পালন করা হয়। এতে শিশু দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন কাটিগড়া আইসিডিএস এর বরিষ্ঠ সুপারভাইজার লক্ষী চৌধুরী। এর আগে লক্ষী চৌধুরী নেহরুর ছবিতে মাল্য দান করেন। অন্যান্যদের মধ্যে জন্মদিনে নেহরুর ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অঙ্গনওয়াড়ি কর্মী রুবি পুরকায়স্থ, কর্মী সাথী নাথ, দিপীকা গোস্বামী, কৃতাঞ্জলী চ্যাটার্জী, ঝর্ণা দাস, অঞ্জলি দাস, সহায়িকা অনিতা দাস, মল্লিকা রানী দে, সুজলা সিনহা, সঞ্জু রানী রায় ও মীরা সাহা। এদিনের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন রুবি পুরকায়স্থ।
কোন মন্তব্য নেই