Header Ads

ত্রিপুরা তে দুই মহিলা সংবাদিক গ্রেফতার

নয়া ঠাহর ,আগরতলা , দিল্লি  ভিত্তিক দুই মহিলা সংবাদিক     সাম্প্রদায়িক উস্কানি মূলক রিপোর্টিং করার অপরাধে গ্রেফতার করা   হইছে। আগরতলার পুলিশ অফিসারের  অভিযোগের ভিত্তিতে বরাকের  করিমগঞ্জ পুলিশ   সুমৃধি কে, সুনিয়া এবং স্বর্ণা ঝা নামে দুই মহিলা সাংবাদিককে গ্রেফতার  করে ।  আগরতলা পাল বাজারের মসজিদ   হিন্দুত্ববাদী সংগঠনের  মানুষ  ভাংচুর করেছে বলে অভিযোগ  করার প্রেক্ষিতে তাদের দুজনকে গ্রেফতার  করা হয় বলে সংবাদ সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.