Header Ads

পরিবেশ ও জনস্বাস্থ্য উন্নয়নে নিবেদিত লামডিঙের ঘরোয়া

 অমল গুপ্ত,লামডিঙের ঘরোয়া যে কাজ  করছে,দেশের  কোনো এন জি ও সেই কাজ করছে  বলে  মনে হয় না ।দেশের এই মুহুর্তে  বড় সমস্যা পরিবেশ    ,জল ,আকাশ ,বাতাস, জমি, দূষণ ,জন স্বাস্থ্য সমস্যা   ঘরোয়া র  কর্নধার আশিস কুমার দে এই অতি  প্রয়োজনিয় সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে  তার  সংস্থা কে 25  বছর এগিয়ে নিয়ে গেলেন। লামডিঙে    ঘরোয়া র  কার্য্যালয় এ গিয়ে এই কর্ম কাণ্ড শুনে    মুগ্ধ হলাম। বিধায়ক    দেবু মিশ্র  , দেবাশীষ গুপ্ত , জয়শ্রী আচার্য্য  প্রমুখদের  উপস্থিতিতে আশিস দে উন্নয়নের যে   উজ্জ্বল ছবি  তুলে ধরলেন তাতে প্রতীয়মান হল তিনি  ফাঁকি দিয়ে দুর্নীতি করে পয়সা   কামানোর পথে নেই।  তিনি অন্তর থেকে চাইছেন  মানুষ কে নানা ভাবে  সাহার্য্য করতে। আয়ের নানা  পথ  দেখাচ্ছেন।সেই সঙ্গে পরিবেশ  প্রকৃতি  ভারসাম্য রক্ষা র  কাজ করছেন।বিশেজ্ঞদের পরামর্শ নিচ্ছেন।  দেখলাম পত্নীও  ঘরোয়া  সামলাচ্ছেন।  উভয়ের  সুস্বাস্থ্য কামনা করলাম। ছোট্ট শহর থেকে 25 বছর এক এন জি ও কে চালিয়ে নিয়ে   যাওয়া সোজা কথা নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.