Header Ads

প্রকাশনা মঞ্চের লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলা শুরু আগরতলায়



 নয়া ঠাহর প্রতিনিধি,      আগরতলায় শুরু হল তিনদিনের লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলা। রবিবার কলকাতা লিট ল ম্যাগাজিন সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সম্পাদক সন্দীপ দত্তের হাত ধরে শুরু  হল তিনদিনব্যাপী লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলার । কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান  মৃম্ময় প্রামাণিক,  বিশিষ্ট গল্পকার, মুখাবয়ব সম্পাদক দেবব্রত দেব , মগ ভাষার কবি  ও সম্পাদক ক্রাইরী মগচৌধুরী ,  গল্পকার ও প্রাবন্ধিক বিমল চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরাও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। আজকের দিনটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি সন্ধিক্ষণ বলে মন্তব্য করেন  অনুষ্ঠানের উদ্বোধক  সন্দীপ দত্ত । দীর্ঘদিন ধরে  সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ত্রিপুরার লিটল ম্যাগ এবং ছোট ছোট প্রকাশনা সংস্থাগুলি যখন মৃয়মান হয়ে পড়ছিল তখন ত্রিপুরা প্রকাশনা মঞ্চ সবগুলো ছোট প্রকাশনা ও লিটল ম্যাগাজিনকে এক ছাতার তলায় নিয়ে এসে এদের কাজকর্মের পৃষ্ঠপোষকতা  ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি । এই প্রচেষ্টা বাংলা সাহিত্যের তিন ভূবনকে দিশা দেখাবে বলে প্রকাশনা মঞ্চের ভুয়সী প্রশংসা করেন তিনি। অধ্যাপক  মৃম্ময় প্রামাণিক নিজের বক্তৃতায় এই দুঃসময়ে ত্রিপুরা প্রকাশনা মঞ্চের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ।  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা প্রকাশনা মঞ্চের সভাপতি বিজন বোস । স্বাগত ভাষণ রাখেন মঞ্চের সম্পাদক গোবিন্দ ধর । উদ্বোধনী অনুষ্ঠানের শেষে  সন্দীপ শাহুর সভাপতিত্বে শুরু হয় কবি সম্মেলন । ৬০  জন কবি পাঠ করেন স্বরচিত কবিতা ।গল্পকার, প্রাবন্ধিক   বিমল চক্রবতীর সভাপতিত্বে  বসে প্রচ্ছদ শিল্পের উপর আলোচনা । অংশ নেন প্রচ্ছদ শিল্পী বাপ্পা চক্রবর্তী,  শাব্দিক সম্পাদক সনজিত্ বণিক এবং বিমল চক্রবর্তী । অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী তিথি দেববর্মন , অনিতা ভট্টাচার্য সহ অনান্য আমন্ত্রিত শিল্পীরা। ৫০ জনের বেশি লিটল ম্যাগাজিন অংশ নেয় প্রদর্শনী ও গ্রন্থমেলায়। মঙ্গলবার পর্যন্ত চলবে এই গ্রন্থমেলা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.