Header Ads

করোনা র নতুন স্ট্রেন "ওমীক্রোন" নিয়ে প্রধানমন্ত্রী র জরুরি বৈঠক

  নয়া ঠাহর,গুয়াহাটি:   করোনার নতূন স্ট্রেন  "অমিক্রন "নিয়ে  বিশ্বে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নতুন  প্রজাতির  নাম বি.1.1.529 । আজ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান ক্যাবিনেট সচিব রাজীব গৌরা,পি কে মিশ্র, করোনা নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স এর প্রধান ভি কে পাল প্রমুখ কে নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে বসেন।দেশ  বাসীকে সতর্ক করে দেন।দ্বিতীয় ডোজ নেবার আর্জি জানান।ইতিমধ্যে দেশের 120 কোটি মানুষ প্রথম ডোজ নিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.