Header Ads

আলোক বৃত্তের বাইরে উজ্জ্বল কবি সমর দেব


 নয়া ঠাহর ,গুয়াহাটি ;  অসমের  তিন দশকের  সাংবাদিক জীবন, কবি ,কথা শিল্পী হিসেবে সমধিক পরিচিত  উত্তরবঙ্গের   সমর দেব  নিজের প্রচারে থাকতে চাননা।   আলো  আঁধারী ঘরের মধ্যে থেকেই উজ্জ্বল সৃষ্টি শীল কাজে নিয়োজিত । ইতিহাস সৃষ্টি করে চলেছেন। তিনি অসমে বসেই সাত সমুদ্র তেরো নদী   পেরিয়ে তার সৃষ্টি নিয়ে আলোচনার ঢেউ তুলেছেন। আত্মপ্রচারে কুণ্ঠিত, আলোকবৃত্তের বাইরে তার কবিতা নিয়ে আলোচনা হয়।স্বেচ্ছানির্বাসিত সমর দেবের জন্ম ১৯৬৩ সালের ১ নভেম্বর, কোচবিহারে। সাংবাদিকতার পেশা সূত্রে গুয়াহাটিতে প্রায় তিন দশকের বাস।  কবি এবং কথাশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। বিশ্ববিখ্যাত তাত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তাঁর কবিতার মুগ্ধ পাঠক। ২০১৫ সালের বার্লিন আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সমর দেবের আলো অন্ধকার কাব্যগ্রন্থের কবিতা ইংরেজি অনুবাদে পেশ করে স্পিভাকের মন্তব্যঃ ‘ইউরোপ-আমেরিকা শিখুক এই বাঙালি কবির কাছে’। অন্যদিকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক বাংলা পাঠক্রমে কবিতার আধুনিকতার সূত্রে তাঁর কবিতা অত্যন্ত মর্যাদার সঙ্গে আলোচিত হয়। আবার, কথাশিল্পী সমর দেবের উপন্যাস অনেক বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। সম্প্রতি, অসম সরকার কর্তৃক ভাষা গৌরব সম্মাননা লাভ করেছেন। নিম্নবর্গীয় সমাজের মানুষকে তিনি তাঁর গল্প ও উপন্যাসে নিপুনভাবে তুলে আনেন একেবারে রক্ত-মাংস সহ। 
তাঁর প্রথম উপন্যাস পরিপ্রেক্ষিত, ১৯৮১ সালে লেখা এবং শিলিগুড়ির অধুনালুপ্ত সাপ্তাহিক বিচিত্রবিশ্ব পত্রিকায় ১৯৮৬ সালে ধারাবাহিক প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ যযাতি প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে। উল্লেখ্য, প্রচুর গল্প লিখলেও আজও তাঁর কোনো গল্পসংকলন প্রকাশিত হয়নি। তাঁর গুরুত্বপূর্ণ বইয়ের তালিকায় রয়েছে প্রথম কাব্যগ্রন্থ যযাতি ছাড়াও এক যুগ আত্মপ্রতারণা (উপন্যাস), একটি গল্পের সুলুক সন্ধান (উপন্যাস), লঙ্কাবরের উমেশ মাঝি (উপন্যাস), নীল অন্ধকার (উপন্যাস), লোহিতপারের উপকথা (উপন্যাস), আম্মা তেরা মুন্ডা (কাব্যগ্রন্থ), আলো অন্ধকার (কাব্যগ্রন্থ), বহুদর্শী কাক ও অন্যান্য কবিতা (কাব্যগ্রন্থ) এবং একমাত্র প্রবন্ধ সংকলন অমৃতযাত্রা।  উচ্চশিক্ষিত সমর দেব   খুবই সাধারণ জীবন যাপন করেন।তাঁর ঘরেই কবিতা আছে।তাই তাঁর   কবিতা উচ্চ মার্গের  পথে চলে।  তাঁর  জীবন যন্ত্রণার কবিতা পড়ে সবাই  মুগ্ধ  হন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.