দুই তরুনী সাংবাদিকের জামিন মুখ পুড়ল বিপ্লব দেব সরকারের
নয়া ঠাহর প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর : খবর সংগ্রহ করতে রাজ্যে আসা ২ তরুণী সাংবাদিকের জামিণ মঞ্জুর করল আদালত। খবর প্রকাশ করার দরুন ২ মহিলা সাংবাদিককে গ্রেপ্তার ও হেনস্তার ঘটনায় বজায় ক্ষুদ্ধ দেশের সাংবাদিকরা৷ ঘটনার নিন্দায় সরব হয়েছেন এডিটরস গিল্ড সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ত্রিপুরায় কি তালিবানিরাজ চলছে? এমন প্রশ্নও তুলেছেন দিল্লির সাংবাদিকরা। জামিনে মুক্ত হয়ে ২ তরুণী সাংবাদিক সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও শ্লোগানের বাস্তবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রবিবার মধ্যরাতে আসামের নিলামবাজার থেকে দুই তরুনী সাংবাদিককে অত্যন্ত অমানবিক ও বেআইনি ভাবে আটক করে সোমবার উদয়পুরের মুখ্য দায়রা আদালতে তোলা হয় বলেও অভিযোগ। সরকারী আইনজীবী ২ তরুনীকে পুলিশ রিমান্ডে দেওয়ারও আবেদন জানান দু'পক্ষের কথা শুনে পুলিশ ও আদালতকে সাহায্য করার শর্ত দিয়ে তাদের জামিন মঞ্জুর করে আদালত। তরুনী সাংবাদিকদের পক্ষে আইনজীবি পীযুষ বিশ্বাস আদালতকে জানায়, এই মামলা টিকতেই পারে না এবং রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে এই মামলা করিয়েছে। বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। রাজ্যের সরকার সম্প্রীতি রক্ষার নিজেদের দায়িত্ব পালন না করে উল্টো প্রতিহিংসা পরায়ন হচ্ছে। রাজ্যে সাম্প্রতিক সময়ে মুসলিম অংশের মানুষদের মসজিদ, দোকান, বাড়িঘরে আগুন ও ভাঙ্গচুরের ঘটনার পক্ষে বেশ কিছু নথি আদালতে জমা করেন তিনি। একইসঙ্গে বাকস্বাধীনতা সম্পর্কিত মহামান্য সুপ্রীম কোর্টের বেশ কয়েকটি রায় আদালতে উপস্থিত করেন। বলেন, পুলিশ যে নোটিশ দুই তরুনীকে দিয়েছে তাদের আটক করতে পারে না। কারন আইনে আছে সাত বছরের কম বিচারাধীন বিষয়ে পুলিশ নোটিশ করে ডাকতে পারে, দুই তরুনীকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা অমানবিক ও অসাংবিধানিক। বিচারক শুভ্র নাথ উভয় পক্ষের শুনানি শেষে দুই তরুনী সাংবাদিকাকে ৭৫ হাজার টাকার জামিন নামায় জামিন দিয়ে দেন এবং মঙ্গলবার কাকড়াবন থানায় গিয়ে পুলিশকে সহযোগিতা করার কথা বলেন বলে জানান ব আইনজীবি পীযুষ বিশ্বাস। রাজ্য পুলিশ ও রাজ্য সরকারের বাকস্বাধীনতা হরণের ন্যাক্কারজনক ভূমিকার প্রমান আদালত এদিন আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বলে মন্তব্য করেন আদালতে জড়ো হওয়া স্হানীয় মানুষজন। এ ঘটনায় আরেকবার মুখ পড়লো রাজ্যের পুলিশ ও রাজ্যে সরকারের। এদিন আদালতে মামলা চলাকালীন উদয়পুরের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা হাজির ছিলেন আদালত চত্বরে।
কোন মন্তব্য নেই