সি পি আই এম এল এর মূল্যবৃদ্ধির প্রতিবাদ
মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলংঘাটে সিপিআই (এম, এল)র প্রতিবাদী কার্যসূচী।
সুনীল রায় নগাঁও ২৩নভেম্বর:- মূল্য বৃদ্ধির প্রতিবাদে সি পি আই (এম, এল ) এবং সদৌ অসম গ্ৰামীণ শ্রমিক সন্থার দলংঘাট ব্লক সমিতির উদ্যোগে আজ দলংঘাট উন্নয়ন খন্ডের কার্য্যালয়ের সম্মূখে প্রতিবাদী কার্যসূচী রূপাযন করে।মূল্য বৃদ্ধি রোধ করা, বিজেপি সরকার হায় হায়, খাদ্য সুরক্ষাতে ডাইল, সরির্ষার তেল , দুধ, ডিম যোগান ধরা, পূর্বের অত্যাবশ্যকীয় সামগ্ৰী আইন বাহাল রাখা, কাপোর , জোতা, সূতার মূল্য বৃদ্ধি করতে চাওয়া মোদী সরকার হায় হায় এইধরনের বিভিন্ন ধ্বনি দিয়ে প্রতিবাদী স্থলী উত্তাল করে তুলে। প্রতিবাদকারী সকলে অভিযোগ করে যে রাজ্যটিতে আকাশ লংঘী মূল বৃদ্ধিতে সকলো স্তরের জনগণ কে চক্ষে সরির্ষার ফুল দেখতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র সীমারেখার নীচে পরিযাল সমূহের অবস্থা অধিক খারাপের দিকে নিয়ে যাচ্ছে।অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী আইন সংশোধনের নামে খাদ্য সুরক্ষা কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে সকলো জনগন ঐক্যবদ্ধ সংগ্ৰাম গড়ে তুলার জন্য প্রতিবাদ কারী সকলকে আহ্বান জানান। প্রতিবাদ স্থলী হতে রাজ্যপাল কে একটি স্মারক পত্র খন্ড উন্নযন বিষয়ার মাধ্যমে প্রেরনকরা হয়।এই কার্যসূচীতে সদৌ অসম প্রগতিশীল নারী সন্থার জোনামণী বরদলৈ, সদৌ অসম গ্ৰামীন শ্রমিক সন্থার রাজ্যিক নেত্রীআয়েফা বেগম এই ছাড়াও সিপিআই(এম এল)র দলংঘাট সমিতির সম্পাদক মাধব চন্দ্র বরা ছাড়াও প্রায় শতাধিক সমার্থক অংশ গ্ৰহন করে।
কোন মন্তব্য নেই