লামডিং এ কালী মন্দিরে চুরি
নয়া ঠাহর,লামডিং অফিস:শুক্রবার রাতে লামডিং লোকো কলোনীর নেতাজী ক্লাব পরিচালিত নব নির্মিত কালী মন্দিরে চুরি সংগঠিত হয়। এবছর কালী পুজার আগে পুরনো মন্দির ভেঙে নতুন করে দক্ষিণেশ্বর এর আদলে মন্দির প্রতিষ্ঠা করা হয়। উন্মোচন করেন স্হানীয় বিধায়ক শিবু মিশ্র। কিন্তু কিছুদিন ধরে লামডিং এ চোরের উপদ্রব বেড়েছে। এই মন্দিরের মূর্তির গায়ের এক ভরি সোনার গহনা দুর্বৃত্তরা লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও মন্দিরের দান বাক্স ভেঙে প্রায় তিন হাজার টাকা লুট করে নেয়।
অন্যদিকে লামডিং নেতাজি রোডের জনৈক নির্মল হোড়ের দোকানেও চোরের উপদ্রব হয়। কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকার জন্য চোরকে সনাক্ত করে পুলিশে সমঝে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই