আশ্রমিক পরিবেশে সম্পন্ন হল বরুণ দাশগুপ্তের স্মরণসভা
তােমার অসীমে প্রাণমন লয়ে । যতদূরে আমি ধায় / কোথাও দুঃখ, কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই — এই আবহেই সমবেত সংগীতের মাধ্যমে বরুণ দাশগুপ্তের পারিবারিক স্মরণসভা অনুষ্ঠিত হল কলকাতার সল্টলেকের 'ওয়ার্কশপ ফর দি ব্লাইন্ড' এর হলে। সদ্য প্রয়াত বরুণদার এর আগে (১৯.১১.২০২১) বুদ্ধিজীবী মঞ্চ, সল্টলেক শাথাও স্মরণসভার আয়ােজন করে। এদিনের স্মরণসভা (২১.১১.২০২১) আক্ষরিক অর্থেই আশ্রমিক পরিবেশে আয়ােজিত হয় 'ওয়ার্কশপ ফর দি ব্লাইন্ড' প্রতিষ্ঠানে। বরুণদার জন্ম হয়েছিল সােদপুর খাদি আশ্রমে ২৪ জুলাই ১৯৩৫ সালে। ছয় বছর আগে বরুণদার সহধর্মিনী রুচিরা শ্যামের স্মরণসভা এই হলেই হয়েছিল। এই প্রতিষ্ঠানে তিনি দীর্ঘদিন যুক্তও। ছিলেন।
প্রায় কুড়িজন আবাসিকের সমবেত সংগীতের (তােমার অসীমে প্রাণময় লযে ) মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয় দুপুরে। উদ্বোধনী সংগীতের পরে বরুণদার স্মরনে দু'মিনিট নীরবতা পালন হ্য। পরিবারের মানুষ ছাড়াও বরুণদার ভালােবাসার মানুষজন মিলে মােট পঞ্চাশ জনের উপস্থিতিতে রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে এক আন্তরিক ও স্বতস্ফুর্ত পরিবেশে সকলে বরুণদাকে স্মরণ করলেন। অন্যতম আবাসিক স্বপন সিংহ গাইলেন - জীবন মরণের সীমানা ছাড়াযে / দাঁড়িয়ে আছাে বন্ধু আমার। একক সংগীত পরিবেশন করলেন শিখা চ্যাটার্জী ও নন্দিতা বিশ্বাস। আবাসিকদের তরফে সমবেত সংগীত পরিচালনা করেছেন অর্পিতা দত্ত। পরে শিখা ও নন্দিতার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দীপা রানা, মহুয়া দাশগুপ্ত, কৃষ্ণা দত্তগুপ্ত, অনুরিতা মুখার্জী। আবাসিকদের মধ্যে সমবেত সংগীত গেযেছেন নয়নতারা দাস, স্বপ্না ঘােড়ই, সরস্বতী পন্ডিত, সুনয়না রাজবংশী, পলি হাজরা, ববিতা সাউ, শরৎ মজুমদার, রাজু বেধা, প্রশান্ত ভক্ত, স্বপন সিংহ, অমিত পাল, চন্দন বসাক, বালি মন্ডল প্রমুখ।
স্মরণ অনুষ্ঠানে আবাসিক সহ পরিবার ও পরিবারের বাইরে সকলের জন্য ছিল মধ্যহ্নভােজনের ব্যবস্থা। মধ্যাহ্নভােজনের পর সকল আবাসিককে কম্বল দেন বরুণদার পরিবারের সদস্যরা। তাঁদের হাতে কম্বল তুলে দেন বরুণদার বৌদি মীরা দাশগুপ্ত, ভাইঝি অনুরী, ভাইপাে শুভব্রত, জামাতা আশীষ, শুভব্রতর স্ত্রী মহুয়া, পুত্র সৌম্যদ্বীপ, অনুরী -আশিষ কন্যা শঙ্খলিখা, কল্যান সেনগুপ্ত, জযন্ত দত্তগুপ্ত ও প্রবীণ সাংবাদিক মৃণাল | বিশ্বাস সহ অন্যান্যরা।
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। / তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে / তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা । বসন্ত নিকুঞ্জেও আসে বিচিত্র রাগে। এই আবহেই স্মরণসভার পরিসমাপ্তি হল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন প্রতিষ্ঠানের সহসভাপতি সঞ্জয় দাস, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্পাদক স্বপন ঘােষাল।
কোন মন্তব্য নেই