Header Ads

বিহারে ফের সংবাদিক খুন, পোড়া দেহ রাস্তায়

নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক  বিহারের  মধুবনি জেলার তরুণ সাংবাদিক অবিনাশ ঝা    ভুয়ো  ক্লিনিক নিয়ে  ফেস বুকে   লিখেছিলেন।  লিখেছিলেন  ভূয়া ডাক্তারদের  পর্দা ফাঁস করবেন।তারপর থেকে আর টি আই কর্মী নিখোঁজ।গত শুক্রবার তার বস্তাবন্দি পোড়া লাশ রাস্তায়  পরে থাকতে দেখা যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.