Header Ads

নোবেল জয়ী মালালা বিয়ে করলেন

নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক ,মালালা কে মনে আছে তো,?  2012 সালে মাত্র 15 বছর পাকিস্থানে জঙ্গিদের শিকার হন।বিদেশের মাটিতে বসে বিশ্বের মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে কলাম ধরেন।17বছর বয়সে নোবেল পুরস্কার পান ভারতের কৈলাশ সত্যথির সঙ্গে যৌথ ভাবে নোবেল পুরস্কার পান। আই অ্যাম মালালা নামে বই লিখে বিশ্বে  সমাদর  লাভ করেন। বিশ্বে অত্যাচারিত   মহিলাদের প্রতিবাদের মুখ মালালা বামিংহামের  আসার মালিক এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।   মালালা দর্শন,রাজনীতি,অর্থনীতি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি লাভ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.